রহমত নিউজ 14 October, 2025 01:17 PM
সমমনা ইসলামী দলসমূহের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যাত্রাবাড়ী থেকে গাবতলী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ ৭টি শরিক দল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শাহবাগ মোড়ে মানববন্ধন করে খেলাফত আন্দোলন।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের নায়েব আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী যুগ্ন মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা তৌহিদুজ্জামান, মুফতি আবুল হাসন কাসেমী ও নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে খেলাফত আন্দোলন ঘোষিত ৭ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান দলের নেতৃবৃন্দ।
অন্যান্য শরিক দলগুলো হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামী।